নতুন করে সবার মাঝে জাগে
আবার বাচাঁর আশা,
অতীতটাকে ভূলে বাচঁবে আবার
মেলে স্বপ্নডানার পাখা ।
কেউবা আবার স্বপ্ন সাজায়
ভেঙ্গে কারো মন,
আপন সুখের লাগি যে সবাই
দেয় অতীতটাকে বিসর্জন ।
নিজের আকাশ করতে রঙ্গিন
চায় যে সবাই একা,
পরের জীবন পড়লে তাতেও
কালো মেঘে ঢাকা ।
চলছে জীবন এমন ভাবেই
অর্থহীন এই সংসারে,
তাই জীবন নামের স্বাদটা যেন
সদায় বিষণ্নতায় মরে ।
কেউবা আবার না চাইলেও
অপরকে কাদাঁয়
অন্তরালে নিজের চোখও
অশ্রুু ধারায় ভাসায় ।
মনতো আছে সবার মাঝেই
তবু মনকে বোঝা দায়,
মনের ব্যাথা মনের মাঝেই
একলা রয়ে যায় ।