বাজে কত সুর,শুনো সুমধুর
শুনি একেলা আমি রাত্রি-দুপুর ।
মৃতপ্রায় হয়ে স্বপ্ন সাজে,
বৃষ্টির জলকণা অবিরাম কাঁদে ।
পথ-ঘাট রাস্তা, সব চির চেনা
শিমুল ফোটে, ফোটে হাসনা হেনা ।
বিদায়ের কলতান, বড় অসহায়
অপেক্ষার প্রহর শুধু বেদনা বাড়ায় ।
বৈশাখী ফুল কত, হয় পদদলিত
রজনীগন্ধাও কহে শুনি, কেন তুমি ব্যাথিত ?
অধরা স্মৃতি কত,করে পায়চারি
রংঙের তুলিতে রং, করে কারসাজি ।
স্মৃতির বাক্স,আজ শুধু একেলা
মনের কথা থাকে কত, হয় না বলা ।
দুজনের পথচলা আজ দুদিকে
স্মৃতির পাতা কত ফিরে যায় এসে ।
দোলনার দোল খাওয়া, আবারও ভাবায়
ক্ষণিকের ভালোবাসা শুধুই কাঁদায় ।