ফিরিয়ে নিয়েছি নিজেকে একটু দূরে
দূর অন্তরালে, নিশীথের নিভৃতে ।
যেখানে চাঁদ হাসে না, আর
তারারাও আগমন করে না ।
মহাকাল ছড়িয়ে দেয় না আশীর্বাদ
পুলকিত করতে, হৃদয় মন্দির !
কি এক অভিন্নতার মাঝেও ভিন্নতা
সবুজ শ্যামল প্রকৃতি যেন দূর করছে
তার অনাবিল শ্রোতধারা থেকে আমাকে !
আর ক্ষুধা নিবারণ করছে তার
নিরন্তন, আমার অস্তিত্বকে গোগ্রাসে পানে,
ঠিক যেভাবে হাঙ্গর করে অন্য প্রানীকে ।
প্রশান্তির নির্মল প্রবাহ যেন আজ নিঃস্পৃহ
কেনই হবে না ? পায়ে যে কুঠার মেরেছি,
আত্মাকে করেছি কলুষিত, অবাঞ্ছিতভাবে !
মর্তই সব ভেবে পায়ে ঠেলেছি অমরাবতীকে
যা প্রণাম করে বহুদূরে পাড়ি জমিয়েছে !
তাইতো ঘোর অন্ধকারে নিশাচার প্রানীর
মতই তার দর্শনে বৃথা, অরণ্যে রোদন !
এভাবেই একদিন যবনিকাপাত ঘটবে
আমার, ধরণীর সবার, হে পৃথিবী মনুষ্য !
২১/৮/১৯ ( রাত ৯.৩০ মিনিট )