ছোট্ট সোনা ছোট্ট সোনা
মায়ের রাজার ধন,
তোমার জন্য কত ভাবনা
সবার মনে সারাক্ষণ ।
তুমি যদি হাসো তবে
সবাই যেন তৃপ্ত থাকে,
হাসির মাঝে তোমার যেন
অঝোর ঝরে মুক্তো ঝরে ।
যদি তোমার কিছু হয়
মায়ের যেন শঙ্কা হয়,
পরিবারের সবাই যেন
অস্থিরতায় কাতর হয় ।
দাদা-দাদী নানা-নানী
সবার কাছেই তুমি দামী,
বাবা দেখে তোমার মাঝে
একটু বাচাঁর স্বপ্ন খানি ।
ছোট্ট সোনা মনে রেখো
সবার আদর খানি,
বড় হয়ে দিবে নাকো
কারোই মনে গ্লানি ।
করতে হবে তোমায় পূরণ
সবার মনের আশা,
যাদের কাছেই শেখা তোমার
প্রথম মাতৃভাষা ।
ছোট্ট সোনা মানুষ হও
এই কামনা করি,
তোমার দিকেই তাকিয়ে আছে
সোনার মাতৃভূমি ।