হায় আমি পাপী অধম এই সংসারে
সহজ সরল পন্থা ভুলে
কেন নেমেছি অন্ধকার পাথারে ?
বিষাদের হুংকার
কানে বাজে বারে বার
মহাকাল চেয়ে দেখ আমি আজ
বিপথের সর্দার !
ক্ষণে ক্ষণে ভাবি তবে একি ছিল জীবনে ?
প্রিয়জন ছিলো যত
সব কেন চলে যায় গোপনে ?
রাস্তা আমি হারিয়েছি সুন্দর ভূবণে
পূণ্যেরা চাপা পড়ে ঈশারায় গোপনে !
পাপী আমি হায় তবে
আমার এই জীবনে !
রচনা : ০১/০৮/১৭,, রাতঃ ২.৫০মিনিট