দুপুরের খরা-রৌদ্র দেখি
দেখি পথিকের অবারিত ক্লান্তি,
শুনি আর্তনাদ অসহায়ের
আরো শুনি আকাশের বজ্রধ্বনি ।
তারার একাকিত্ব দেখি
দেখি চাঁদের অবারিত পুলক,
অন্ধকার রাতের আর্তনাদ শুনি
আরো শুনি নির্ঝরের কান্না ।
হৃদয়ের হাহাকার শুনি
শুনি অপূর্ণতার তীব্র বেদনা,
শুনি গহীনের সেই অতৃপ্ততা
দেখি মানুষের করুণ সৃষ্টতা ।
প্রাকৃতিক লীলাক্ষেত্র দেখি
দেখি সবুজের ছেয়ে যাওয়া স্বর্গ,
পাখিদের কলতান সুমধুর কণ্ঠ শুনি
শুনি বিজন মনের নিরবতা ।
প্রেয়সীর অনীহা দেখি
দেখি বিমুখ আচরণ ও উপেক্ষা,
অবনীর সব কিছুর সাথে সাদৃশ্য দেখি
শুনি দিনে দিনে হচ্ছে সব সংবরণ ।
শুধু দেখি নাকো পূর্ণ মিলন
যা রয়ে যায় বিরোহীর আকাঙ্খায়,
মনে দেয় সায়র সম যাত্বনা
এই হল প্রণয়ের খেলা ।
যা শুধু ভেঙ্গে হয় কাল-বেলা !