জন্মদিনের সেই বিকেল বেলা
ক্ষণিকের সময় তবু আলোর মেলা,
হাতে নিয়ে অভিধান ও কত ফুল
রজনীগন্ধা সাথে হাসনা হেনা,
অপেক্ষার প্রহর যেন যায় না মানা ।
ছুটোছুটি করে কত দিয়ে এলাম পাড়ি
দেখবো যে আজ নয়ন ভরে,
আমার হিয়ার মুখচ্ছবি ।
তুমিও ছিলে অপেক্ষায় কত স্বপ্ন বুনে
দুজনার দেখা হবে এমনও দিনে ।
সেতো নয় আর কোন দিন,
সে যে তোমার জন্মদিন ।
অবশেষে দুজনের আজ মুখোমুখি,
হৃদয়ের কথা সব হারায় বুঝি ।
জন্মদিনের শুভেচ্ছা আমি করি উচ্চরণ,
ফুলের মত সুন্দর হোক তোমার জীবন ।
তারপরে দুজনের হলো ফুল বিনিময়
দুজনের চোখে শুধু দুজনার কথা হয় ।
বন্ধুরা ছিলো সব তোমারি পাশে
তবু যেন চাও শুধু আমারি দিকে ।
খাবার সব করলে তুমি পরিবেশন
লজ্জায় লাল হয়ে,দুরে গেলে কিছুক্ষণ,
আবার এসে বললে লাগবে কি কিছু ?
মিষ্টি সুরে বললে আমি জানি না কিছু ।
আমিও হয়ে লজ্জিত বললাম লাগবেনা,
তুমি যেতে পার ।
দুজনার মাঝে যত কল্পনা-জল্পনা
বন্ধুরা ঈশারায়,করে সব ভঙ্গিমা ।
দুজনের মাঝে হলো প্রনয়ের শুরু,
জন্মদিনে হলো মোদের স্বপ্ন দেখা শুরু ।
কেকের উপরের সেই আলোর শিখা
একেঁ দিলো ভালোবাসার সব না বলা কথা ।
এরপরে এলে তুমি মুখে তুলে দিতে কেক,
লজ্জায় দুজনে হয়ে গেলাম শেষ ।
এরপরে এলো সেই বিদায়ের পালা,
মনের ভিতর শুরু হলো অসহ্য জ্বালা ।
পারলে না তুমি বলতে বিদায়
দুজনেরপিছু শুধু দুজনে তাকাই,
এগিয়ে দিতে এলে তুমি বাড়ির শেষ গেইট,
বিষন্নতার ছোঁয়ার যেন রইলো নাকো শেষ ।
প্রতি জন্মদিনে সব হয় যে স্মরণ,
জন্মদিনে করি দোয়া
সুখি হও তুমি, সারাটি জীবন ।