অবুঝ বালক ব্যাকুল হয়ে ছুটছে কিসের পিছু ?
রৌদ্র-দাহে পুরছে তনু , মুখে হাসি তবু ।
সবুজ-শ্যামল মাঠের ধারে কিসের স্বপ্ন বায়
আকাশটাকে ধরবে সে আজ ,
বুঝি এই করেছে অভিপ্রায় ।
দিগন্তেরি বিশালতায় ভরিয়ে নিজের মন
আজ খুজঁবে সে সব সুখগুলোকে , এই করেছে পণ ।
পাখির ডানায় উড়বে সে আজ
দিবে ভিন্ন দেশে পাড়ি ,
মনটাকে আজ করবে রঙ্গিন , এই ধরেছে বাজি ।
দুরন্ত সে ছুটছে কতই আকাশ ধরার নেশায়
অচিন পথের দিশাও সে আজ ,
বুঝি মিলিয়ে নিয়েছে গায় ।
দিচ্ছে পাড়ি পাখ-পাখালি , শস্য-ধানের ক্ষেত
আজ পাবেই বুঝি দিশা সে ,
কোথায় আছে এই দূর আকাশের শেষ ।
অবুঝ বালক বোঝেনা তো , নেই আকাশ পানের ইতি
তাই বলে সে ব্যাকুল হয়ে , ছুটছে প্রতি দিবা-নিশি ।
সেরূপভাবে অবোধ মানুষ ছুটছে সুখের লাগি
সুখটা যে এক অচিন পাখি , এই ভূলেছে বুঝি ।
সুখের লাগি মরো নাকো ত্রিভূনে আর
মলিন করে জীবনটাকে , করে আনন্দকে ভার ।
রাতের পরে দিবা যেমন নতুন করে আসে
দুঃখের পরেও আসবে সুখ , নতুন কোন এক প্রভাতে ।