পাহাড়ের বুকে যখন অঝোরে বৃষ্টি ঝরে
তখন কি পাহাড়ের কষ্ট হয়- হয় বৈ কি!
আবার ভাবি কেনই বা সে ব্যাথিত হবে
এতো তার নতুনত্বের আহব্বান- তাই নয় কি?
দিনের প্রবল উপ্তত্তায় যখন সে ক্লান্ত হয়ে ভেঙ্গে পড়ে
তখন তো সে অধীর ভাবে প্রতীক্ষায় থাকে নতুন স্পন্দনের
শুধুই কি পাহাড়ের এই আকাঙ্খা-নাকি প্রকৃতি ও সকল জীবের
তাহলে কেন আকাশের বিশাল শূণ্যতায় তার অবিরত ক্রন্দন শুনি ?
পাহাড় কি তার বিশালতায় ও এর সবুজের মাঝেও অতৃপ্ত- তাই বৈ কি!
ওহ! বৃষ্টির অবিরাম ধারা কি তাহলে ক্ষয়িষ্ণু করে দিচ্ছে এর সৃয়তাকে ?
নিজের বিলীনের ভাবনায় সে কি পুড়ছে নিরন্তর- আমারি মত!
নতুন কে সাগ্রহে অর্পণ না করে- অতীতের ক্ষীয়তা কি তার কাছে বড়?
তবে শোন তুমি “ভালোবাসি তোমায়-ভালোবেসেই যা্বো ।”