কোকিলা বসন্ত এলো চৈত্র-ফাগুনে,
সঙ্গীতা পিক সুর রচিয়া বৃক্ষ শাখে,
স্বপনে দেখা কল্পিত চিত্র বাস্তবে এঁকে
মনকাঁড়া এ কালটারে ভুলি কেমনে!


প্রভাতে শিশির ঝলমলে, কিরণে দিবাকর,
রাত্রিকালে জোনাক জ্বলে, জ্যোৎস্নায় আলো দেয় শশধর।
তোমারি পরশে চঞ্চলা বায়ুতে,
জুড়াই তনু এ জগৎ মাঝ,
তুমি অপরূপ লীলাবতী! ধরনীর লাজ!


তুমি মরুর রাজ্য করিয়া দখল,
বহাও সুন্দর স্রোতধারা!
সহস্র সুন্দরপূজারী ভক্ত তোমার
হয়ে যায় পাগলপাড়া!
কড়ই গাছের শির ডালেতে বলছে বসে
কুটুম্ব আর টিয়ে,
সবার দাওয়াত আজ বসন্তে
কোকিল কোকিলার বিয়ে!!


ওহে বসন্ত! তুমি মধুর নহর!
তুমি সুন্দর স্রোতস্বিনী!
যদি তুমি ঋতুরাজ আসো বারেবার,
কলম উঠিবে কবির হাতে কবিতার,
রচিবে সে খোশমনে কোকিলা বসন্তবাণী।