আজ তোমার মুখ থেকেও
ধানের খৈয়ের মত
তাহলে কথা বের হয়,?
মানবতার কথা!!
আজ তাহলে,,তুমিও জেনে গেলে
কুড়ালের আঘাত কেমন হয়,,,
আপন হাতে রক্ত মাখা
পন্ডিত মৃত্যুর,,, কুড়াল লয়ে!!


বুঝে গেলে কান্নার ভাষায়
কতটা লুকিয়ে থাকে বেদনা,,,
কতটা অপমান হয়,,
ভাঙ্গা কুটিরেও  লাগালে আগুন,,,!

একটা মৃত্যুও হয়
হাজার মৃত্যুর সমান,,
আজ তা ভাল করেই বুঝে গেলে।
জেনে গেলে পাপের শিকড় হতেই
জন্ম নেয় শিকার হবার পাপের,,,
ঘাস ভক্ষণ করা গরুও,,
জেনে গেল,,,
বাঘের ভক্ষণ হয়,,
একই যন্ত্রণা লয়ে উদরের।


যে পায়ে মেরেছ পিপীলিকা,,
সে পায়েই করেছে সর্প দংশন
বলে
এ তোর ভাগ্য লিখা।