(কেউ যদি কাঁদতে চায়,,তবু তাকে কাঁদতে দিন,,,
বাঁচার সহায়ক না হতে পারলেও মৃত্যুর সহায়ক হবেন না। বাঁচার আর্তি দেশদ্রোহিতা নয় বরং দেশের লজ্জা।)


তুমি আমার আত্মার প্রিয়
তুমি আমার প্রাণ অস্তিত্বের সমস্ত
রক্ত কনায় করছ বিরাজ,,,
তোমাকে আমি ভালবাসি,,ভালবাসি বলে
পার করেছি শত দিবস,,শত রজনী,,,
গেয়েছি তোমার সংগীত শয়নে জাগরণে,,,।


কিন্তু তাই বলে
আমার চোখের জলের দুঃখ স্রোত
নির্ধারণ করে দিবে প্রিয়,,,?
আমার কান্নার গতি,,প্রকৃতি তে
দিবে দন্ড রূপরেখা,,,বা বিধান,,,।
কাঁদব,,তবে চোখে থাকবে না জল,,,
মারবে,,পুড়বে,,,তবু মুখ খোলে
পারব না বলতে বাঁচাও,,,, বাঁচাও,,,।
উগ্র ভীমরুলের দল,,টুপি পড়ে
দখল করে নিবে পতাকার ছত্রছায়া,,!
নিরপেক্ষতাকে করে নিবে বন্দি,,,,,,,,,
তবু খোঁজে নিতে পারব না
একজনও ইন্দিরা গান্ধী?
কেন,,,,কেন গো এমন রূপ
আমার বেলায় চলছে জননী,,,?
আমার হাসিতে তোমার চলুক চাবুক,,,
তা মানি,,তা মানি,,,
হ্যা হ্যা তা বুকভরে মানি,,,
কিন্তু কান্নাতে,,,অশ্রুতে,,,
একি জঘন্য রূপ দেখছি,,,,
প্রিয় ভুমি!!!


সত্য করে বলো হ্যা প্রিয়
সত্য করে বল,,,
কাঁন্নার জন্য তুমি কি যাও নি প্রবাসে?
বাঁচার আকুতিতে আশ্রয় কি নাও নি
শরনার্থী শিবিরে,,,,?
তাহলে,, কোন দেশদ্রোহিতার
ভিটে মাটি তে জন্ম নিয়ে
আজ দেশদ্রোহী বলছ তোমার
আপন সন্তানে,,!


কোন অপরাধে তুমি মুখ চেপে ধরে
বলছ চোখের জল মুছে নিতে,,,
হাসিতে,, খুশিতে,নাঁচিতে নাঁচিতে
বলছ বলতে,,চাবুকের ভয়ে,,,
না না,,কোথাও কোন রামু দেখি নি
কোথাও কোন নরক নাসির নগর দেখিনি
কোথাও কোন অন্ধকার রঙপুর দেখি নি,,
কোথাও কোন কৃষ্ণহীন দ্রৌপদী
পূর্ণিমা শীল দেখি নি,,
কোথাও কোন খেজুরের কাটায় বিদ্ধ
রাকেশ রয় দেখি নি
কোথাও কোন,,,শাখা সিদুর আকাশের
সংখ্যার হ্রাস দেখি নি,,
দেখেছি শুধু এক ব্যাকরনী নিয়ম,,,
গরম জলে থেকেও বলতে হবে
আহা কি শীতল,,শীতল,,,যম।


অনুভবের এই প্রকাশ্য সিমার অত্যাচারে,,,
কাঁন্নার ঘরে এমন প্রকাশ্য দলবেঁধে  নির্যাতনে,,
সত্য কে আরো মুকুর সত্যই করে দিলে
প্রিয় জননী!
দয়া দাক্ষিণ্য আর অনুগ্রহের কীট জীবনের
এমন আশ্রয় শিবির কান্না শুনে
জ্বলে উঠেছে তাই
গোপন বিষাক্ত ঘাঁ এর
বিষাক্ত জ্বলনী।
################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
২০/০৭/১৯