আরে ও নীলা,,,,কি করছিসরে মা!!!
কী দরকার ছিল,,এমন করে মানা করার,,!!!
জলে থেকে কুমিরের আদেশ
অমান্য করার ফল ফেলিত?
দেখলিত কেমন করে ঈশ্বর হয়ে যেতে পারে
তোর বসত রাজ্যের যে কোন কুমির,,,!!
কুমিরের পুকুরে বাস করা সামান্য মাছ হয়ে
এমন আস্পর্ধা থাকতে নেই মা,,,!
এমন আস্পর্ধা রাখতে নেই!!!


কী করেছিল,!!বল না,,?
বড় জোর ভালবেসেছিল,, না না ভালবাসা না,,
তোর ধর্ম বদল করার ফাঁদ পেতেছিল
তাই তো?
তাতে হয়েছে কী,,?
এমন করে কত কি হয়ে যাচ্ছে কত আড়ালে আবডালে
কত হুমকি ধামকি কর জোর জবরধ্বস্তি হয়ে যাচ্ছে
কত সুনিপুণ নিরলে,,,
এই সামান্য বালুর তুফানের বিরুদ্ধে
এমন ভাবে মানা করে দিলি,,?
বালুর তুফান,,একটু না হয় তোকে ঢেকে দিত।
একটু না হয় নিয়ে নিত তার দখলে,,
একেবারে বোরকা পরানো দখলে,,!!
অন্তত প্রাণেত বাঁচতি,,বোকা মেয়ে!


হিন্দু ঘরের মাগী তুই,,
কাফেরের ঘরের মাগী তুই
তোকে পথে আনার দায়িত্ব যে তার
তোকে দখল করে তোর গর্ভে ফটাফট বীর্য দিয়ে
এক ছোট খাটো জয়নাট্য লিখার দায়িত্ব যে তার
অতপর দেশজুড়ে শাকিব খান,,শাকিব খান সিনেমা
আর টিভি ভর্তি জননী হয়ে অপুর কান্না,,,নাটক
অবশ্য এই সব কান্না কে,, কান্না সবাই ভাবে না
মালোয়ানের চোখের জল কি আর জল রে?
তার উপরে যদি সবাই ভেবে নেয়
এই অভিনেত্রি অপু বিশ্বাসের চোখের জল।


নীলা বড্ড ভুল করলি মা,,বড্ড ভুল করলি
সুখিয়া রবিদাসীর মত শেষ মেস প্রানটাই দিয়ে দিলি?
সুখিয়া রবিদাসীকে চিনস না,,?
ওই যে কোন এক শহরে তোর মতই
দিন দুপুরে খুন হয়েছিল,, রাস্তার উপরে।
বিয়ে করতে চায় নি বলে,,কুমিরের বাচ্চাকে
তাই দিনকে রাত বানিয়ে দিয়ে,,
গল্পটাই শেষ করে দিল কুমির নিজের ইচ্ছে বলে।
অতপর,,রাজ্য জুড়ে নেমে আসল ঘুম
বাতাসে চুল উড়ল না আপন স্বভাবে
বাতিতে আলো রইল না অজানা কারনে
কথা বলতে থাকা বাচালটাও হয়ে গেল বধির
কী এক পুরাতন স্বভাবে।
তাই বলছিলাম কি মা,,,
এমন শাকিব খান,শাকিব খান খেলার হাওয়াতে
মত না দিয়ে কেন দাঁড়িয়েছিলে রুখে!!
শুধু কি রুখা রে বাবা একবারে
বাঁধা দিয়ে বসলি
আগ্রাসী নালার বাড়ন্ত জলের সামনে
ঘাস হয়ে দাঁড়ালি মাথা উচু করে?
উদ্ভট পচা গন্ধকে বললে,  
এই যে এ পাকিস্থান নয়
এ বাংলাদেশ,,,!!
অন্ধ ভাইরাসকে সজোরে চর মেরে বললে
এই যে এটা আরব নয়,,বাংলাদেশ!!


কিন্ত কী হল মা,,?
তোর মাথা উচু করে  দাঁড়িয়ে যাওয়া
কালো পাথরের বৃষ্টির সম্মুখে!!
পাথর কী তোর উপর বসে গেল না,,,চিরন্তন স্বভাবে?
নাকি তুই,,হ্যা হ্যা তুই,,মরে গিয়ে, খুন হয়ে গিয়ে
প্রবাহমানতার তুর্কি নাচন তরবারীতে
সমস্ত বর্বর পাথরকে ফেলে দিলি
তোর পায়ের নীচে,,,?


না না একি ভাবছি আমি?
বরং তুই বল মা,,আমাকে দেখে
আমাদেরকে দেখে,,অট্টহাসিতে
বল মা বল,,,?
কে পড়ল কার পায়ের নীচে,,?
তুই না পাথর,,,নাকি আমরা
আগ্রাসনের আগ্রাসনে।
###################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
২৩/০৯/২০