আমি একটু নি:সঙ্গ হতে চাই,,,
প্রাণ থেকে বলছি,,অন্তর থেকে জানাচ্ছি,,
আমি একটু সঙ্গহীন হতে চাই,,,
কোথায় যেন নিত্য নতুন রেলের চাকা ধরে রেখেছে
রেখেছে আমাকে সমান্তরাল পথে,,,
আবার প্রাগৈতিহাসিক  গরুর গাড়ির চাকার মত
গর্তপথ রেখেছে বেধে,,,
মাটির নিচের গর্ভের মত কে যেন
আমাতে সদাই হচ্ছে গর্ভবতী,,,।
স্বপ্ন, ইচ্ছা, আশা,মায়াজাল এর উদরে শুধু
লাগাতার সন্তান আর সন্তান,,,।
আর কত এমন সন্তানের জন্ম হবে এখানে?
আর কত এমন রবো আমি এখানে,,,?
আর কত মিশে থাকতে হবে,বাতাসের সমান চাপে?
আর কত আমি আমাকে দেখেই যাব,,
যাব দেখে কারো,,,স্রোতের সাথে স্রোতে,,


আমি এবার স্বকীয়তা চাই,,নীলাকাশে
এক দলা মেঘের মত,,,
হোক না সেটি বিধাবার শুভ্র বসনে
শুকনো রক্তজবার চিহ্ন,,,,
কিবা অবিবাহিত কন্যার গলে মঙ্গলসূত্র,,,
তবু আমি এ চাই,,,চাই একটি পরিচয়।
যে পরিচয় আমাকে নিত্য করবে অত্যাচার,,আমি হয়ে।
যে পরিচিয় নিত্য দিবে গোপনাভিসার,,আমি হয়ে।


সাগরের বুকে ঢেউ হয়ে নয়,,
পুকুর জলে,,,ছোট্ট একটি তরঙ্গ হয়ে।
যে আমাকে করবে নি:সঙ্গ,,,
করবে শ্রাদ্ধ গড্ডলিকা প্রবাহে।


###################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
৩০/০১/১৮
রাত- ৩.৪৩