এই যে আমার লাল টিপ,,চিনতে পারো?
আমি প্রতিদিন এটি কপালে পরি,
আমি প্রতিদিন,,ওর সাধনা করি,,
প্রেমে বুদ হই ওর সাথে।
গোপনে আমি ওকে চুমু খাই,,
প্রকাশ্যে চুমু খেতে খেতে জড়িয়ে ধরি!
আদরে, আবদারে ওর কোলে শুয়ে পরি
শুইতে শুইতে গল্প শুনি,,,
ওর নদীর গল্প,,ওরে ভেতরের শিরার গল্প,,।
নদী গুলি শিরার পথে পথে কোথা হতে
এমন সুন্দর হয়ে এসেছে আমার সম্মুখে!
কোথা হতে এমন প্রেমময় হয়ে
প্রেম শিখাচ্ছে আমাকে?


শুনলাম ওর নাকি একটা শিকড় আছে,,,
শুনলাম ওর নাকি একটা গঙ্গোত্রী আছে,,
শুনলাম ওর নাকি আপন একটা ইতিহাস আছে,,,!
যে ইতিহাসেও নষ্টামির বীর্য ফেলেছিল,,
বদমাস বখতিয়ার,,নালন্দায় নালন্দায়,,,
যে ইতিহাসে থাবা দিয়েছিল,,,মধ্য যুগের অন্ধকার,,।


অত:পর অন্ধকারে অন্ধকারে আলোর কেবল হয়েছে হ্রাস,,
আপনাকে রেখেছে অন্ধকার হতে দূরত্বে,,
আপন বন্দি গৃহে,,
বাঁচতে চেয়েছে কেবল আলো,,,আপনাকে গুছিয়ে।


কিন্তু অন্ধকার,,ওই,,যে বালুর অন্ধকার,,
খেজুরের ডাটায়, ডাটায় ভর করে গ্রাস করেছে কলমের বুক,,
গ্রাস করেছে পদ্মার জল,,গ্রাস করেছে,,মুকুটের চেয়ার।


তারপর,,এক অন্য লাল টিপের গল্প
অন্য এক দুনিয়ার গল্প,,,
যে গল্পে মুক্তি মিলেছে মুক্তির
স্বাধীনতা মিলেছে স্বাধীনতার!!
পাকির বীর্যে অপবিত্র ধরা হতে পবিত্র হয়ে
যে নাম নিলো বাংলাদেশ,,,
শুদ্ধ,বিশুদ্ধ, পবিত্র,বাংলাদেশ
সেই বাংলাদেশেও শুনি,,


এই মেয়ে তোর কপালে বাংলাদেশ কেন?
তোর কপালে বাংলা সংস্কৃতি কেন?