আমি তোমাকে কথা দিচ্ছি কবি,,,
আজ আমি তোমাকে কথা দিচ্ছি,,
বেশ ভালো করেছ এই ডিজিটাল উন্মাতাল সময়ে
আসো নি কলম হাতে সমরে,,
আসো নি আপন বীণায় সুর তুলে
গেয়ে নিতে ওই সজীব মানবতার গান,,,
আসো নি বলতে,,,
" মোর প্রিয়া হবে এসো রানী,,
খোপায় দিব তারার ফুল"


আজ আর খোঁপা নেই কবি,,,
আজ খোঁপা সব বালুর দখলে,,,
সেখানে খেজুরের রস থেকে জন্ম নেয় শুধু খেজুর,,,।
আজ খোঁপায় ফুল নিষিদ্ধ,,,
উন্মুক্ত চুল নিষিদ্ধ,,,
এই নিষিদ্ধ জিনিস প্রসিদ্ধ করে প্রকাশ করার দায়,, তোমকে জেলে নয়
কচু কাটার মত কাটা হত তোমার কলম।
এর চেয়ে বড় জোর মায়া দয়া হলে
তুমি আর তসলিমা নাসরিন বাস করতে
পাশাপাশি ফ্লাটে,,,,।
তসলিমা খুব ভালো লিখে,,,ওই
প্রায় তোমার মতই এক বড্ড বাঁশীওয়ালী।
আচ্ছা কে বলেছ তাকে স্বাধীন ভাবে সব বলে দিতে,,,
সব বলা কী ঠিক,,,
রেখে ঢেকে চলি বলেই তো আমাদের জীবন,,
আর এই রাখঢাক জীবনের
এত এত ব্যবধান ময় প্রাসাদ নিয়ে
ব্যস্ত থাকি বলেই তো আমরা মানুষ,, তাই না?
নিজেকে সেরা জীব,নিজের সব কিছু সেরা ভাবি বলেই ত,,
এত শান্তি এই পৃথিবীতে?
তুমি আর শান্তি কী চিনবে কবি?
তুমি আর শান্তি কী চিনবে?
তুমি তো শ্যামাসংগীত লিখেছ,
শ্যামা সংগীত মানে ভজন,,,!!
ছি ছি আস্ত কাফের তুমি!নিশ্চিত যাবে জাহান্নামে,,
মূর্তি পূজা হারাম,হিদুর সব কিছুই হারাম,
ওরা বিধর্মী ওরা দোযখগামী,,আর তুমি কিনা,,,
ছি ছি ছি কবি! কলম হাতে নিলে কি
দোযখেই যেতে হয়,,!!  ছি ছি ছি!


আবার লিখেছ গজল,  চিৎকার করে শুনিয়েছ
মসজিদের পাশে তুমি ঘুমাতে চাও,,,
যত্ত সব ভণ্ডামি কবি,, যত্ত সব ভণ্ডামি।
তোমার এই কথা এ যুগে কেউ বিশ্বাসই করত না,,,
হরির নাম মুখে নিলে যে দেশে পাপ নয়
হয় ঘোনা
দোযখের টিকেট দেওয়া হয়,,
সেই দেশে তুমি হতে নিষিদ্ধ,,,
লজ্জার মত নিষিদ্ধ,পাক সার জমিন সাদ বাদ এর মত নিষিদ্ধ,,,।
যে দেশে হিন্দুয়ানী নামে বাঙালিপনা নিশ্চিহ্ন করার মৌন অপারেশন এ নেমেছে এক দল সময়,
সে দেশে পহেলা বৈশাখের মতই তুমি হতে প্রায় অচ্ছুৎ,,,
তোমাকে নিয়ে ধর্মের ঠিকাদার রাত ভর করত চিৎকার চেঁচামেচি,,
তোমাকেই পাওয়া যেত রাস্তার পাশে অভিজিতের মত,,,
নতুবা তোমাকে খুঁজে পাগলা ষাড়ের মত চাপাতি নিয়ে ঘুরত যুবক,,,
তোমাকে নাস্তিক নামে উপাধি দিত,,তোমার প্রিয় দেশ,,প্রিয় মানুষ,,,
আনন্দময়ীর আগমন বলার অপরাধে; নাস্তিক তুমি,,
মম এক হাতে বাঁশের বাঁশরী,,অন্য হাতে রণতূর্য বলার অপরাধের ;নাস্তিক তুমি।
আজ মনে মনে খেলে হরি'র নাস্তিক তুমি
নাস্তিক তুমি চিত্তে,,নাস্তিক তুমি বিত্তে,,
নাস্তিক তুমি সর্বস্তরে,,
নাস্তিক তুমি জনতার টুপি পরা বন্যায়,,
নাস্তিক তুমি পত্রিকার কালির মৌলবাদে,,,
নাস্তিক তুমি টিভির পর্দার পেছনের পর্দার উগ্রতায়,,
নাস্তিক তুমি ফেসবুক হতে ইউটিউবের
প্রতি দানায় দানায়,,
নাস্তিক তুমি হালাল আর হারাম ব্যবধানের অস্থিমজ্জায়
নাস্তিক তুমি শুক্রবারের বায়তুল মোকারমে,,
নাস্তিক তুমি পল্টনে,,নাস্তিক তুমি বঙ্গ হতে পশ্চিম বঙ্গে,,
নাস্তিক তুমি জ্ঞানীর কলমে,,গুনীর গীটারে,,
নাস্তিক তুমি ভদ্র লোকের
উটপাখির মাথা লুকানো বালিতে।
নাস্তিক তুমি এ যুগসংকটে।