আমাদের এখানে এখন উৎসব হবে
আমাদের এখানে এখন আনন্দ হবে,,
মাটি ফেটে বের হবেন ঈশ্বর,,
আকাশ হতে নেমে আসবেন ঈশ্বর,,,।
আমাদের এখানে হাড়তে হাড়িতে যোগ হবে গল্প
শিশুর পাঠ্য বইয়ে লেখা হবে,,
আড্ডা,মেলা,আর কত কী?


পাশের ভূমিতে বিড়াল বেশি বাঘের বাচ্চা যে
তাড়িয়েছিল শিয়াল জননী,,
তার আজ শ্রাদ্ধ দিবস,,
তার আজ মৃত্যুর দিন,,ঘোষিত হয়েছে সর্বত্র।
তার আজ ভিখারী বেশের কান্না ধ্বনিত হয়েছে সর্বত্র।
তার দুঃখে সুখ হবে না পূণ্য ভুমিতে
একি আর হয় বলিতে?
তাই বাঘের তাড়ায় আহত পথ হীন পথিক
মিষ্টি বিতরণ করছে ঘরে ঘরে,,
বাঘিনীর হুংকারে বসত হারানো নারী
বোরকা ছেড়ে,, বিজয়ের লিফলেট বিলি করছে ঘরে ঘরে।
বাঘের বাচ্চার মাংসলোভী আচরণে অতিষ্ট শিশুও
সুখের মিষ্টি খাচ্ছে,,
এক অজানা গল্পের অজানা ঐক্যের কারনে।


আর ঐ দিকে,,
ওই যে বনজঙ্গলের মাঝে লুকানো কবি গৃহ
সংখ্যার জনপদে লুকানো আহত গৃহ।
সে গৃহের অন্ধকারে বসে
বাঘের সাথে মনুষ্যত্বের ব্যবধান নিয়ে
কবিতা লিখছেন কবি
তেল হীন প্রদীপের পাশে
মনুষ্য ব্যবহারের আশে।।
আপন গৃহে
আপন মানুষে মনুষ্য ব্যবহার আশে।