(সবাইকে দীপাবলির শুভেচ্ছা।)



অফিসের লৌহ কাগজের সাদা পাতায়
কত কি  কুসুম লিখা লিখে যাচ্ছি!
তাই না নিলু?
কালো অক্ষরের কত শত লেখা!কত শত হিসাব!
সাদার সাথে কালোর সখ্যতা বেশ জমেরে!
পাত্র কম্পিউটারের কালো বাটন টাও দেখ
ঘড়ি বুকের ধুক ধুক শব্দের মত
ওই যে সাদা পর্দাটার সাথে চলছেই তো চলছে,,,
তবু কি মৌমাছি অফিসের দরজার সম্মুখ খানি
শান্তি মত ঘুমাতে পারলো  নিলু?


নারে পারল না,,
রাত হয় তবু বেদুইন পাহারাদারের পায়ের যন্ত্রনায়
অশান্তির ঘুমটাও হয়ে যায় আরো নালা হারাম।
ফকিরি দিন আসে অচেনা দিনের রাজকীয় বেশে!
তবে তার চেনা জানা এ চিরন্তন দিন,শুরু হয়
পায়ের আঘাতের নির্মম পাপ্য শাস্তি লয়ে,,,
কিন্তু একি,, এই জীবনকেই আলো বলে
মহারণে আরো শত শত মহাভারত লিখতে
চায় যে সভ্যতা।
লিখতে চায় এক অমৃত বানী,সুখ কোথায়?
সত্যিই সুখটা কোথায়?


ওই মাথার উপরে জ্বলা হাজার হাজার
ব্রাহ্মন কুলীন বাতির মাঝে?
এত বনিক হিসাব,এত শিয়াল বুদ্ধির ব্যবহার,
এত শুকুনি চাকচিক্য, এত সৎজননী বিলাস,,
তবুও সাধের সাধ্যতম সুখটা কোথায়,,,?
এত কোটি কোটি প্রজ্জ্বলিত বাতি,
তবু আলো কোথায়?


যে আলোতে দরজা সম্মুখ মাটির বুকেও
সবুজ  ঘাসের জন্ম হবে হেলে দুলে,,
আকাশ ত্যাজি মেঘেরও
সামান্য মিলন হবে তার সনেই, রসের সন্ধানে।
যে রসের সন্ধানে সন্ধানে মুখ ফেটে
গর্জনের সুরে বের হবে আওয়াজ,,
আওয়াজে আওয়াজে প্রকম্পিত হবে ভুমিকম্প
আমাকে একটু আলো দাও,আলো দাও
আমাকে একটু অন্তর প্রদীপ ভরা
স্বাধীন পরশ কাটির জীবন্ত আলো দাও।
জীবন্ত আলো দাও,জীবন্ত আলো দাও,,,
জীবন্ত আলো দাও।


যে আলোর স্পর্শে আলোকিত হবে
শহর, নগর সভ্যতার কোটি কোটি বাতি।
বাতির বখতিয়ার অন্দরে আসবে উৎসব দিপাবলীর
যে উৎসবে উৎসবে জাগবে প্রশ্ন চারদিকে
তরঙ্গিত ঢেউয়ের তালে তালে,,
চায়ের কাপের ঢেউয়ে দখল করে নিবে
ভারতবর্ষ হতে প্যারিসের চেয়ার টেবিল বোর্ড সব,,
প্রশ্ন আসবে কান হতে কানে,মন হতে মনে
এই রাত জাগা, দিন জাগা বাতিগুলি তাহলে কি?
কে ওরা? কারা ওরা?
কলম হাতে,মুখ হাতে,ভাষার যাদু হাতে,ধর্ম হাতে
রাজ্য হাতে,রাষ্ট্র হাতে ওরা কারা?


ওরাতো মাটির প্রদীপে, সলিতার তেলে জ্বলা বাতি নয়,,
ওরা লাগাতার তরঙ্গের সভ্য ভদ্র উচ্ছস্বিত
কাঁচে আবদ্ধিত বাতি,,
লাগাতার জীবনের আনন্দিত বাতি!!!
আনন্দিত বাতি,,!!


ঠিক তখনি কারা যেন তনুশ্রী কন্ঠে  
প্রশ্ন করছেই দেবতাদের
পুষ্প উইথ তনুশ্রীর আড্ডায়, রেপিড প্রশ্নবাণে
জর্জরিত সকল আত্মা,,,
প্রশ্ন একটাই,প্রশ্ন হাজারটাই
সত্যি কি এসব আনন্দিত বাতি?
ঘরে ঘরে জ্বলা এ বাতি কি সত্যি আনন্দের?
ডাস্টবিনের পাশের প্রাসাদে জ্বলা
এ বাতি কি সত্যি আনন্দদের,,?
হাজত খানা হতে মন্ত্রনালয়,
শিক্ষালয় হতে পত্রিকালয়
বুদ্ধি আলয় হতে বেশ্যালয়
সবখানে দগ দগ করে জ্বলা এ বাতি কি
আনন্দের বাতি?
সত্যিই কি আনন্দের,,?
নাকি আনন্দ বিজয়ের সন্ধানে কেবল
এমন আকাশ ভরা তারা বাতি জ্বেলে জ্বেলে
আছি শুধু অপেক্ষায়, একটি মাত্র দীপাবলির।
চিত্ত হতে বিচ্যুত হয়ে যাওয়া
আলোকিত দীপাবলীর।


মৃত ঘুম ভেঙ্গে কবে আসবে এ দীপাবলি
আলোতে!সুখেতে! শান্তিতে...
চারদিকেই জাগ্রত করতে একটিই স্তুতি
একটিই সত্য আরশি প্রশান্তি।
অসতো মা সৎ গময়। তমসো মা জ্যোতির্গময়।
মৃত্যোর্মা অমৃতং গময়।
ওঁ শান্তিঃ॥ ওঁ শান্তিঃ॥ ওঁ শান্তিঃ॥

##################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
০৬/১১/১৮