মৃত্যু এ আর কি বাবা,,!!
চল,, আয় আমার কোলে,,
তোকে আমি নিয়ে যাচ্ছি অমরাবতী হাসপাতালে,,।
ওই তোরা কে আছিস,,।
ঘরে থাক,,,এম্বুলেসের দরজায় তালাই রাখ
দরজা বন্ধ করে রাখ,,,বন্ধ করে দে চৌরাস্তাটারে
যমদূত যেন না আসতে পারে কারো আত্ম ঘরে,,,
আমার বুকের ধন,,, আমি লয়ে যাচ্ছি
যাচ্ছি লয়ে,,, হাসপাতাল দেব নগরে।


সেখানে গেলে আবার খেলবে তো আমার বাবা
আবার একটা বলের জন্য কাঁদবে তো সারা দিন,,?
অবাধ্য হয়ে মধ্য দুপুরে সাতার কাটবে তো জলে,,
ইচ্ছে করে রাত্রি বেলা জাগবে তো আমার কোলে?
বলো সেখানে নিয়ে গেলে আবার আমার সন্তান
যাবেতো দৌড়ে তোমাদের বিদ্যালয়ে?
কচি চারার মত,,  উঠবেত জেগে
পাথর মাটির বাঁধা অতিক্রম করে?


ও নিশি কাকি মা,, উনুনে দুধ গরম দাও
আমার সন্তান তোমার দুধ চুরি করতে আবার আসবে,,
ও করিম চাচা,,তোমার পেয়ারা গাছে নজর দাও
আমার সন্তান আবার
তোমার গাছের পেয়ার খাবে চুরি করে,,,
সেঁজুতি বোনু,,,তোর উঠানে শুকাতে দে কুল
আমার সোনাযে খেতে আসবে,, লুকায়ে লুকায়ে,,
কই মধ্য পাড়ার জেঠিমা কই,,
জেঠিমা গো,,,ও জেঠিমা উঠানে আল্পনা এঁকে রাখো,,,
আমার রাজ কুমার তোমার আল্পনায় যে হাটবে
তার সরল সহজ পুষ্প পায়ে,,।


হাটবে না বাবা,,! ও বাবা আর হাটবে না তুই
বকা দিয়েছিলাম সেই কবে
সেই কবে বলেছিলাম মেলা থেকে আর আনব না
লাটিম কিনে,,
যদি না মায়ের কথা না শুনিস মন দিয়ে,,
সেই কথা এখনো কি মনে ধরে আছিস বাবা,,?
সেই কথা এখনো কি ভুলে যাস নি অভিমানে?
উঠ বাবা উঠ,,কথা দিচ্ছি তোর শখের শার্টটা
এবার সত্যি কিনে দেব,,
সত্যি ফেরিওয়ালার কাছে যেতে দেব বার
ছেড়া জুতাটা আর বেধে দেব না লোহায়
বাবা,, বাবারে সত্যি বলছি বাবা,,তোকে
তিনবেলাই খেতে দেব,,পান্তা নুন ভাতে।
স্কুলে  যে ছিল তোর বকেয়া বেতন,,,
তাও দিব পরিশোধ করে,রক্তে আর ঘামে।
সত্যি বলছি বাবা,,এবার দেবই পরিশোধ করে?
বড় হয়ে তুই যে পাইলট হবি, ডাক্তার হবি,,বাবা,,,মানুষ হবি এই রিক্সাওয়ালার ঘরে,,,।
বড় হয়ে তুই যে ভগবান হবি,,এই গরীবের অন্দরে
আমার কথা শুনে কি হাসি পাচ্ছে বাবা,,,
তিন দিন ধরে মুখে ভাত
তুলে না দিতে পারা বাবার কথা শুনে
তোর কি হাসি পাচ্ছে বাবা,,,।
তবে চোখ মেলে তাকিয়ে একটু হাস বাবা
তোর এই অভাগা বাবার কপালের দিকে তাকিয়ে
চোখ মেলেই হাস বাবা,,চোখ মেলেই হাস,,
হেসে হেসে দেখ কেমনে মরে আছি
এই সোনার দেশের সোনার সংসারে!!!
মরা আত্মার চলন্ত দেহরে কেউ
জীবিত বলে নারে বাবা
আবার তুলে দেও না কোন শ্মশানে।

এই বাবা এই দেখ বড় বাড়ির গোয়ালের বাছুর টা নাঁচছে,,,জীবন্ত পায়ে
এই বাবা এই দেখ,,গাছের নিচে হামাগুড়ি দিয়ে জেগে উঠছে নতুন গাছ।
এই বাবা উঠ, উঠ,, এই দেখ এই দেখ
হাঁসের নিচে এখনো হাঁসের বাচ্চা গুলি আছে সত্য সুন্দর,,
পশুর কোলেও পশুর বাচ্চা আছে বেশ নিরাপদে,,,
তবে তুই কেন ঢলে পড়লি বাবা,
তুই কেন এমন ঝড়েই ভেঙে পড়লি
কচি ডালের কচি পাতা হয়ে।


শুনেছি রাজমাতার পাঠানো খাবার
আর কোন সমাজ ভাইরাস
নিবে না কেড়ে আমাদের মুখ হতে।
এক বিশ্বাসী জানাজার জন্য দূরন্ত অন্ধ আত্মাগুলি
আর হবে না মিলিত আমাদের চারপাশে
মৃত্যুর সন্ধানে।
গরীবের উপহার কাপনের কাপড়ে
বানাবা না পাঞ্জাবি আর কোন বক্র নেতা
পুকুর চুরি করে।
এবার থেকে মহাকালের মাঝেও
পেটে থাকবে অন্ন আর অন্ন
বাবারে,,চারদিকে থাকবে কেবল তুলসী বন,,


তবু উঠবি না বাবা,,,
এই বাব উঠ,,উঠ
বাবার বুকের চেয়ে আর কি আছেরে হাসপাতাল
কি আছে ডাক্তার কবিরাজ এই জঞ্জাল ধরাতে?!!
তোকে যে বাঁচতে হবে বাবা এই মৃত্যুকালে,,
তা না হলে পৃথিবী  কী করে বাঁচবেরে বাবা
ঈশ্বরই বা বাঁচবেন কী করে
আমাদের মত বাবাদের অন্তরে?