তুমি কি জর্জ ফ্লয়েড হতে চেয়েছিলে নিখিল?
আহা আহা কত শখগো তোমার?
আরে কী যোগ্যতা আছেগো তোমার?
কী যোগ্যতা আছে,, বলি শুনি?
তুমি কি আমেরিকায় বাস করো?
যে তুমি পায়ের তলে পড়ে মারা গেলে
কেঁপে উঠবে জাতি,ধর্ম বর্ণ নির্বিশেষে পুরো দেশ।
ভারতবর্ষের কোনা-কানা হতে টেলিস্কোপ লাগিয়ে
সেই কাঁপনে গা দুলিয়ে বুদ্ধির চর্চায়
বুদ্ধিমান সাইনবোর্ড প্রকাশ করবেন জ্ঞানি,,
কবিতা, উপন্যাস আর ফেসবুকের স্ট্যাটাস বন্যায়
তোমার মৃত্যু হবে সফল,,।
তোমার জন্য,, না না,, তোমার জন্য নয়
তোমার মৃত্যুর জন্য হিসাবের খাতায় বসে
মানবতা আর গনতন্ত্র লিখবে,, চীনেরও গাদ্দাফি।


কি লোভ গো তোমার,,কী যে লোভ!
সবার জন্য সব প্রেম সমান নয়গো,,
তুমি যদি বাংলাদেশি রোহিঙ্গা হও বাংলাদেশে
তোমার জন্য মৃত্যুই হল একমাত্র সমাধান।
তুমি যদি গণ-প্রহারে নিহত হও সাধুর পোশাকে
তাহলেও তোমার জন্য মিলবে না ফ্লয়েডীয় ভালবাসা
তুমি যদি ধর্ষিত কোন শিশু পুত্র হও
উর্বর বাংলার গোবর-গঙ্গাজলে
তবুও তোমার জন্য প্লেকার্ড নিবে না হাতে,, বিজ্ঞ জনে
তোমার জন্য ফ্লয়েডের মত কাঁদবে না স্কাইপ
তোমার জন্য ইউটিউবে বিদ্রোহীরা
দিবেন না বিদ্রোহের গান
তোমার জন্য কোন রসুন বিশ্বাসী হবেন না খান খান।
তোমার জন্য কোন বিবেকই থাকবে না
রাখতে বিবেকের সম্মান!!


তারপরেও তুমি যদি ফ্লয়েডের মত সম্মান চাও
তাহলে রাজ খাতায় লাভ লোকসানের হিসাবে
লাভের খাতায় তোমাকে থাকা চাই,,
আর এ হতে গেলে আর কিছু না হোক
অন্তত সম বিশ্বাসী হওয়া চাই
দেশের ধর্মীয় পঙ্গপালের নিত্তিতে!!
কপালে তিলক পরে বড়জোর রসরাজ হওয়া যায়
হাতে শাঁখা চুড়ি পরে সুখিয়া রবিদাসী হওয়া যায়
হওয়া যায় ধারাবাহিক পুরোহিত খুনের
তরতাজা খবর,,অভিজিৎদের শ্মশান ভুমিতে।
কিন্তু ফ্লয়েড,,এখানে হওয়া যায় না,,কোন মতে।


এখানে ফ্লয়েডের মত
নিখিলরা মরে,, মারা যায়,,মারা যাবে,,,
মৃত্যু এখানে অতিরিক্ত স্বাভাবিক,,
মৃত্যু এখানে রঞ্জিত বিনোদন
মৃত্যু এখানে শক্তির এপাশ ওপাশ
তাই নিখলদের মৃত্যু মেনে নিয়েছে কলম,,
মেনে নিয়েছে বটতলা,চায়ের দোকান,
ওয়াজের অন্ধকার রাত,, আর সমস্ত চেতনা।
মেনে নিয়েছে সরু অলি গলি হতে
বিশাল বিশাল মহাসড়ক।


তাই কেউ যদি গলা চেপে ধরে
মূর্তি ভেঙ্গে ভেঙে ভাঙ্গতে চায় তোমায়
ভাঙ্গতে দাও,, ভাঙতে দাও।
যদি কেউ অত্যাচারের বুলডেজার
চালায় তোমার উপর
করতে দাও,,করতে দাও
একটু আরকটু মার খেলে
কেউ মরে না গো।
একটু জমি যদি দখল করে নেয় কেউ
গাছের লাউ যদি পেরে নেয় প্রতিবেশি
মেতির মুখে কেউ যদি গুজে দেয় পিয়াজ
তাতে কি হয়গো,,!! কিচ্ছুই হয় না।
এক সাথে থাকতে গেলে
এই সব আদর মানতেই হয়
বাঁচতে গেল এমন আপ্যায়ন কিছুই নাগো কিছুই না
দয়া দাক্ষিণ্যের ভূমিতে জীবনের উপর
খুন্তি, কুড়ালের দাগ একটু সইতেই হয়।


সহে সহে গলা লম্বা করে,,
রামুর পুড়া ভিটার উপর দাঁড়িয়ে বলতে হয়,,
ওগো আমরা প্রিয়া সাহা কে চিনি না,,,!!
প্রিয়া সাহাকে জানি না
প্রিয়া সাহা আমাদের না।
প্রিয়া সাহার আবেদন মিথ্যা
প্রিয়া সাহার কথা মিথ্যা
প্রিয়া সাহা মিথ্যা!!!


নিখিল সত্য কেবল মাটি চাপা ফ্লয়েড তুমি।
সত্য কেবল মাটি চাপা ফ্লয়েড রাকেশ রয়।
সত্য কেবল মাটি চাপা ফ্লয়েড বিপ্লব দাস।
সত্য কেবল মাটি চাপা নাসিরনগর
আধুনিক নালন্দা বিশ্ববিদ্যালয় দলিলে
সত্য কেবল অজানা অচানা স্বদেশী ফ্লয়েড
নজর আর সংবাদের  অন্তরালে।।