অতীতের পাপীদের মত তুমিও
রোজ একবার করে গ্রেনেড জন্ম নিবে,, পাপ।
রোজ একবার করে তোমার মিষ্টি চরণ ধরে
আবারযে নাঁচবে মূলা লোভী জনালয়।
তোমার কথায়,, নড়বে গাছের ভূষণ পাতা,,
বাড়বে নদীর লাভা জল
তোমার কথায়ই ফেরিওয়ালাও করবে ফেরি,,।
ধুলিতে ভর করবে প্রেমের স্বদেশ,,।
তোমার বন্দুকী ভাষণ শুনেই,,
প্রতি ঘরে,, তুফান যাবে খেলে
তোমার কবরময় ইশারাতেই,,নাঁচবে জনতা
সর্ব কাজ ফেলে।
শিশুর কোলের শিশুও তোমায়
মানবে গুরু,,,,,বিদ্যা-টিদ্যা দিবে পুঁড়ে।
জ্ঞান-ট্যানে লাথি মেরে,,
তোমার নেশাতেই হবে আসক্ত,,হোটেলময় সংসারে।
তোমার আয়ত্তে,,, বীজের বুকে বীজ হবে গর্ববতী
বিশ্বাসের অন্ধ চোখে,,না চিনেই মহত্ত্বরে।।
বাড়বে বাতাসে আগুনের বিস্ফোরণ জলের আঘাতে
কলের আঘাতে নড়বে কল, ভিন্ন মতে।
টিকটিকির ঘাড়ে বসে চলবে হাতি,,
চলবে ঘোড়া,, চলবে ঘড়ি,,চলবে কম্পিউটার।
ভাতের হাড়িতেও বাড়বে ভাত,,
হতে কুকুর শিয়ালের খাবার।
ডিজিটাল রাজ্যে,, রাজ্য করবে শাসন উই পোকা
কলমের মুখে কন্ডম লাগাবে,, কলমেরই কালো লিখা।
অত:পর জানা যাবে,,বুঝা যাবে,, প্রকাশ হবে
তুমি পাপী হ্যা পাপ,,তুমিই পাপী এ জগতে।
তোমার মত ঘৃণ্যও নেই,,নরক ভূমিতে।
তুমি আতরের ভেতর ময়লার জাহাজ,,শুভ্র বসনে
তুমিই বিষ,,তুমিই মৃত্যু, জরৎকারুর মন্ত্রের অন্দরে।
কিন্তু এতিদিনে তোমার ছায়ায়ই যে বড় হয়েছে গাছ
খোদাই হয়েছে নদী তোমার স্বভাবে,,
ধারালো হয়েছে,, পশুর দন্ত তরবারীর নিয়মে,,
হয়েছে যে কাদা মাটি,,, ইট,,,
শামুকও যে পঁচেছে,,রক্তের বিলাসে!!
তাদের কি গতি হবে পাপ,,তাদের কী হবে ভবিষ্যৎ?
পাপের আশীর্বাদে,,, পাপেরই জন্ম হবে
জানাতে আগত জমানায়
পুরাতন পাপের,, পাপী হিম্মত।।
#####################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
১১/০৪/২১