একটা স্বদেশ চেয়েছিলাম
যেখানে ধর্ম বৃক্ষের গোড়ায় থাকবে
মানবতার রস,,
যেখানে ঈশ্বরের চেয়ে আত্মার দাম হবে বেশি।
যেখানে নদীর জলে বিশ্বাসের কালো রঙ নয়
থাকবে বাস্তবতার নীল রঙ,,।
যেখানে গাছের পাতাও বুঝবে মানুষের ভাষা,,
যেখানে সৃষ্টিকর্তাও হবেন সৃষ্টির ভক্ত
একটা দেশ চেয়েছিলাম,,
যেখানে হারাম হারাম বলে ব্যবধানের চীন দেয়াল
তৈরি হবে না প্রাণ হতে প্রানে
যেখানে হিংসার পশু বন্দি থাকবে মনন খাঁচায়,,
ক্রোধের তলোয়ারে জং ধরবে জনতা
প্রেম ভালবাসায়,,।


এমন একটা পতাকা চেয়েছিলাম,,
যেখানে নিজেকে সর্বশ্রেষ্ট দাবী করবে না ঈশ্বর
যেখানে জনতার মস্তক হবে না বন্ধক পবিত্রালয়ে
এক পবিত্র পুস্তকের কারাগারে হাজত বাসী
হবে না বিবেক হতে রুচি।
যেখানে প্রশ্ন করার স্বাধীনতা রাখবে কলম
যেখানে চিন্তার গনতন্ত্র রাখবে বুদ্ধি।
যেখানে মূর্খরা জ্ঞানীর নামে চালাবে না মাহফিল।
অন্ধরা জনপ্রিয়তার ঘোলা জলে
মিশাবে না মানুষ বাঁচার সলিল।

এমন একটি স্বদেশ
যে সদাই লিখবে মানবতার দলিল।