আজ তার কদর বেশি,,
যে তরকারীতে মসলার পরিমান
জানেই না,,,।
জানেই না,,ক্ষুধার উদর নাকি
উদরের ক্ষুধা?
সে জানে
চোখের ক্ষুধাই ,,তার ক্ষুধা,,
শখের ক্ষুধাই ,,,তার সুধা,,,।
তাই চায়ের কাপে চিনির বদলে
ঢেলে দেয় সে ,,তেতুল,,
তার হাতে চুমু খেতে ,,
নেঁচে উঠে
সমস্ত জ্যান্ত মৃত পুতুল।
যে চিনেই না,,ঘর মুছার কাজে,,
লাগে পানি,,,না কি কাদা?
তার সাথে প্রেম করিতে,,
মনে মনে অনেকেই আজ রাধা।
উকুন চাষে ,,যে বেধে রাখে চুল
তার মাথায় বসে যেতে
হুমরি খেয়ে ছুটে
ভাইরাল মন্য ফুল।
মনের আয়েশে আয়নায় বসে
যে নিত্য সাজে ভং।
তার দুয়ারে নৃত্য দেখিতে
জনপদে বেড়েছে
মোবাইলি ঢং।
দুধের ভেতর পানি দিয়ে
যে হয়ে যায় ফেরিওয়ালা।
তার হাতের মিষ্টি খেতে
উন্মাদ উচু নিচু তলা।
দেবতার পোশাকে,,অসুরের মত
যে যত করে কর্ম।
তারেই আজ ভালোবাসিতে
বসন্ত ফেলে দেয় ধর্ম।
তবে,,,
যারে রেখে দিয়ে পেছেনে
এসেছিল শহর দূরে।
তার গায়ে শহর লিখতে
ডাকছে সবাই
তারেগো আদরে,,,।
ডিজিটাল আদরে।।।।
বাদরের গলায় ঘন্টি দিয়ে
করতে চাচ্ছে তারা পূজো।
ব্রাহ্মন যাদের মন্দিরে মন্দিরে
করে রেখেছে ,,,,অকেজো।
####################
রুবেল চন্দ্র দাস
প্যারিস
০১/০৪/২৩