সত্যি স্বর্গে নয়,,নরকে যেতে চাই,,
তবে খারাপ কাজ করে নয়,,
ভালো কাজ করে।
এই কবিতার জন্য যদি যেতে পারি,,
তাহলে অগ্রিম অভিনন্দন আপনাদের,,
কারন আমি কেবল আমার জন্য নরকে যেতে চাই না
আমি যেতে চাই,,কলমের জন্য্
কালির জন্য,পাতার জন্য,,পাঠকের জন্যেও।
আমি জানতে চাই,,যারা নরকবাসী ,,তারা কতটুকু
স্বর্গে যাওয়ার জন্য দুনিয়াতে ছিল উন্মাদ উদগ্রীব?
তারা কতটুকু স্বর্গ লোভে ছিল উন্মাতাল অন্ধ
আমি জানতে চাইব,,
তারা কী আমার আশেপাশেই ছিল
নাকি আমি ছিলাম তাদের আশেপাশে?
আমি বুঝতে চাইব,,তারা কতটুকু আশপাশের সবুজ
করেছিল ভক্ষন আপন লাল নিশানায়,,
তারা নদীর জলে,,কতটুকু ফেলে দিয়েছিল প্রসাব
আপনার মনো বেদনায়,,।
তারা কীভাবে অন্যের মাটির দেয়াল,,ভেঙ্গেছিল
আপনার হাতের হাতুরীরর কুট আচরনে?
কীভাবে সংখ্যায় বেড়ে গিয়ে বন্যার জলের মত
নদী উপছে পড়ে ভাসিয়েছিল লোকালয়,,নির্লজ্জ বদনে?
আমি জানতে চাইব,,,
তারা কি রোজ স্বর্গের লোভে,,
স্বর্গের গল্প বলত পৃথিবীর মত করে,,?
ক্ষুদ্রতম থেকে বৃহত্তম ধারনায়,,
স্বর্গকে করেছে কল্পনা,, অতৃপ্তির সাগরে ঢুবে?
নাকি তারা ছিল,,ওই তাদের মত,,
যারা রোজ ব্যবধান খোঁজে মানুষে মানুষে।
রোজ,,বিচার করে আত্মা,,বিচারক সেজে,,
রোজ ঈশ্বর সাজে ইশ্বরের নামে,,!
রোজ ঘৃণার জন্ম দিয়ে আমিত্ব বাদে
নিজেকেই নিজে বলে শ্রেষ্ঠ,, নিজের বয়ানে।
নিজের বিশ্বাস কে নিজেই বলে উত্তম।
নাকি তারা যারা নারী পুরুষে করে ব্যবধান
আবার নারী দেহে পুরুষ্য মনে
মানুষের উপর করে অত্যাচার নানান আহবান।
নারী হয়ে অসুর বাসনায়,,
আপন গৃহে বিষের চাষ করে,,নানান ছলনায়?
নাকি ওই সব পুরুষের দল,,
যাদের লিঙ্গ কেবল মস্তিস্কের বল?
আমি এই জানতে চাইব তাদের কাছে,,
নরক যন্ত্রনায় কেমন আছেন ভালো,,,
মাতাপিতার চেয়েও অধিক ঈশ্বরের সম্মুখে।
আমি বুঝতে চাইব,,মন্দ রোবট বানানোর পাপ কার
রোবটের না বিজ্ঞানীর?
আমি জানতে চাইব অনলের কাছে,,,
কতটুকু কম হলে সে হয় উনুনের আগুন
আর কতটুকু বেশি হলে হয়ে সে নরকের গুন?
তাই সত্যি আমি নরকে যাব,,সর্বজান্তা ঈশ্বরের সম্মুখে,,
আমাকে যে ভালোবাসে,,সে আমাকে দেখে নিক
তাকে কতটা ভালোবাসি আমি,,,
আমার নরক উদযাপনে!!
সুখের স্বর্গে যাক ওরা,,ওই যে বানরের দল মনে মনে
সুখের স্বর্গে যাক ওরা,,ওই ক্লীবের দল আপন আচরনে
সুখের স্বর্গে যাক ওরা,ওই যে দেয়াল অভ্যাসী মননে মননে
সুখের স্বর্গে যাক ওরা,,ওই যে সুখ লোভী শয়নে জাগরণে।
নরক শুধু আমার হোক,,,কেবল আমার,,,
স্বর্গে থাকার লোভে পরে,,
নরক যে বানিয়ে দিয়েছে ওরা
সুন্দর জগৎ সংসার!!