একদিন এভাবেই হয়ত থেমে যাবে
সকল,,,,,মোদের সকল গতি।
হয়ত এভাবেই আকাশের ভারে নুয়ে পড়বে আকাশ
বাতাসের বুকে চরকি ঘুরাবে মৃত্যু।
বালতি ভরা কাদা জলে
অপবিত্র হবে সকল পবিত্র স্থান।
ভয়ে ত্রাসে কাঁপবে মন্দির মসজিদ গীর্জা।
হয়ত এভাবেই নস্যাৎ হয়ে যাবে
কবির সমস্ত কবিতা,,
প্রেমিকার ঠোট ধরে নীল হয়ে যাবে প্রেমিক।
সভ্যতার পোশাক পড়েই অসভ্যতার পাপে
পাপী হবে যে কোন যুধিষ্ঠির।
হয়ত এভাবেই পথের পাশে দাঁড়ানো গাছই
দখল করে নিবে সকল পথ।
হয়ত এভাবেই ঝোপঝারের আয়ত্বে চলে যাবে
চৌদিকের সকল ফসলী মাঠ,,
মেঘের উপর মেঘ ভর করে
রাজ্য দখল করে নিবেই ঘুর্নিঝড়।
সুনামীর ত্রাসে পালিয়ে বেড়াবে লোকালয়
আবদ্ধ সিন্দুকের খোঁজে।
অসহায়ত্বের শিক্ষা বাড়বেই
সকল সুউচ্চ প্রাসাদের অন্দরে।
রাজা রানীর চিহ্ন মস্তক পড়ে থাকবে
পড়েই থাকবে ফকিরের দুয়ারে।
হয়ত এভাবেই নিঃস্ব হবে
মোদের শক্তি
মূল শক্তির ক্রোধাদরে।