তোমরা কারা?
যারা মানুষের ভেতর হতে প্রাণ
বের করে ফেলে দিচ্ছ রাস্তায়,,ফুটপাতে
কিবা ডাস্টবিনে,,!
তোমাদেরও কি প্রাণ আছে,,?
তোমাদের গায়েও কি রক্ত আছে?
তোমাদের আঘাত করলে কি
কষ্ট পাও?
চোখ দিয়ে জল পড়ে টপ টপে?
তোমাদের বুকের ভেতর ঢুকিয়ে দিলে
হায়েনার নখ,,,
কাঁদ কি আত্মচিৎকারে?
বাঁচার জন্য পা জড়িয়ে ধর কি হায়েনার?
কান্নায় কান্নায় বল কি বার বার
না না আমাকে মেরো না,,আমাকে মেরো না?
আমাকে বাঁচতে দাও সুন্দর পৃথিবীতে?
কিন্তু তোমাদের নিয়ে,,, এ পৃথিবী কি
সত্যি সুন্দর,,,সত্যিই কি পবিত্র?


ওরে না না,,,তোমাদেরতো কোন অনুভুতিই নেই
বুকের ভেতর কোন বৃক্ষ বুক নেই
তোমাদের জন্মের ভেতর জন্মই নেই
আছে কেবল আজন্ম মৃত্যু!
তোমাদের সাথে ব্যবধান নেই অসুর কিবা শয়তানের
তোমাদের জ্ঞানের সাথে তফাৎ নেই
যে কোন ভাইরাসের,,!
তোমরা কবর বিলাসী,,কবর মন্য মৃত আত্মা
তোমরা পঁচে আছ,, সজীব দুনিয়ায়
তোমাদের সংস্পর্শে যদি থাকে পশু
সেও আত্মহত্যা করবে এমন অপরাধে,,
তোমাদের ছোয়া যদি পায় বিষ,,
সেও মারা যাবে নীল হয়ে হেসে হেসে।
তোমাদের ঘৃণ্য মনের তপ্ত  শ্মশানে
জ্বলছে শুধু আগুন আর আগুন
জীবনের ময়দানে,, অমৃতের সাথে বাস করা
গরল আগুন,,,,মরনের আগুন।


হও তোমার ধর্ম পিয়াসী কিবা উল্লাসী
তোমাদের জন্য থু থু ভিন্ন কোন শব্দ নেই অভিধানে
কোন শন্দ আসবেও না,,, শব্দ ধরার সংবিধানে।
তোমাদের ত্রাসে আজ না হয় কাল
তোমরাই হবে বিনাস।
জগতের নিয়ম কিবা প্রতিরোধে।
হেসে হেসে, বিকৃত চেতনায়
আজ যাদের রক্ত করলে পান
কাল অন্য কারো থালার মাঝে
লিখে দিয়েছ নিজের মৃত্যু অবস্থান।


তোমরা মানুষ নও হ্যা অন্ধ ধার্মিক
মানুষ নও এই পৃথিবীতে।
তোমরা ঈশ্বরের জন্য ঈশ্বরের পাপ
জন্ম নিয়েছে যে তার হাতে!!