এক অনুভূতি নিয়েই আমার
আলোক উজ্জ্বল সকালের শুরু হয়,,
শুরু হয় লাল চোখেই লাল রঙ দর্শন।
আমার কাজ স্বপ্নের ইটে আশার ইমারত
কে ধরে নিয়ে আসা সম্মুখে,,,
এ অমৃত সকাল! এ ঈশ্বর সকাল!
এ প্রাণের সকাল,,,


কিন্তু এ কেমন সকাল,,,যার হাতে
মাটির ভিতরে লুকিয়ে থাকা পাথরের মত
বেদনাহত আসমান এসে নেমে পড়ে,,,
এখন কাজ এই আসমানের ছিদ্র গুলি
ঠিক করে দেওয়া,,
আসমানের বুকে যে মেঘের মত
ময়লা আছে শুয়ে,
তা ঝেটিয়ে বিদায় করা,,,
তার বুকে পদ চিহ্ন এঁকে দেওয়া
এই আসমানের আয়তন টাকে সারাদিনে
ইচ্ছেমত রঙিন করে তুলা,,,,
ইচ্ছেমত ফুলেল করে তুলা,,


এ কেমন সকাল,,
এ কি সত্যি আমার সকাল,,,
তাহল এ কেমন আহবান
কার জন্যে আহবান,,
কোন অনাগত পৃথিবীর জন্য আহবান।