যদি আমি ভুলে যাই তোমায়
মাফ করে দিও আমায় ,
দেবীত্ব শক্তিতে তুমিও ভুলে যেও
পুরুনো দালান আর পথ ঘাট,
স্রোতের উপর পুষ্প তোড়ার মত
চলে যেও সামনে, কেবলি সামনে ।

অবহেলা অবজ্ঞায় যদি আমি
এড়িয়ে যাই তোমায়,
তুমিও এড়িয়ে যেও আমায়
প্যাকেট মোড়ান সুগন্ধি সাবানের মত।
বৃষ্টি ভেজা চোখ আর কিছু রাত
হয়তবা আসবে ফিরে বারে বার।
তাড়িয়ে দিও তা
সদর দরজায় সম্মুখ থেকে।
কুকুরের মত যদিও আসিবে পুনবার
হৃদয় রাখিও হৃদয়ে
করিয়া তা লৌহ কারাগার ।

আমি যদি অন্যায় করি
তোমার সাথে নানা প্রহরে,
তুমিও করিও কোটি অন্যায়
আমার পাপের প্রায়শ্চিত্তে ।
কবরের পর কবর খুড়িও
মম নামের শব জ্ঞানে ।
গান্দারি চোখে দেখিও তুমি
আমারই বিচার তরে।
গার্মেন্টস নারীর মালিক সম
মন রাখিও সদা মোর পরে,
যত অত্যচার তুমি করিতে পার
করিও
যমালয়ের যম হাতে।

তবে এই শেষ বিকালে
গোধুলির আবাহনে,
বরফ শোভিত হাতে ।
বলিতে এসেছি কৃষ্ণ করে
রাধা চরণ ছুয়ে ।
ওগো ফুলকলি ,স্বর্গ দুয়ার
এই বিষম নগরে,
প্রেম যে আছে জেগে
সদা চক্ষুর আড়ালে,
ফুটিতে চায় না তাহা
মরিবার পথে দাঁড়িয়ে,
তাই ভালবাসা খানি
বুঝ যদি
ক্ষমা আর করিও না মোরে।
সাগর বক্ষ থেকে তুলিও টানিয়া
রাম নির্মিত রাম সেতুরে,
বিজয় নিশানে দিও বাধিয়া তারে
আপনার অধিকারে ।
সখি ভালবাসিয়াই দিও শাস্তি
ভালবাসারে ।
ভালবাসারে।
ভালবাসারে ।
ভালবাসারে।
ভালবাসারে ।
ভালবাসারে।। ।।