জেনেইতো গেল সব,
জেনেইতো গেলে এ ধুলোবালি
আর এক কাঁসা থালা বাটি ঘটি ।
বাচিবার সম্বল আজ উড়েছে আকাশে
সমস্ত চোখের সামনে দাড়িয়েছে
ফুসফুস বায়ু।
দেখেছ তাকে
ছুয়েছ তাকে, পরম যতনে অবহেলি ।
এসেছে তব দ্বারে সখী
জীবনের থালা বাটি ঘটি ।

আহ্নিক বেলায় পুরোহিত ভ্রমন
যজমান যতই হোক ব্রহ্মচারী ,
পুজার উতসব রঙ লেগে গেছে গায়ে
পুড়েছে বিশ্ব ব্রহ্মান্ড
কার কোন অভিশাপ আশির্বাদে?
জেনেইতো গেলে সব সখী
পুজার উপকরণ কেমনে।
জেনেইতো গেলে থালা বাটি ঘটি
ছিল যা লুকানু জীবনে।
সখি
আসিল তব রাজ্যে মোর দেবী
ভিখারি সেজে।
ফেরাইও না তারে , রাখিও না উপবাসি
আশার নিস্তরংগ সাগরে।
সখি থালা ভরে নাহি পারো
ঘটি ভরে নাহি পার
বাটি ভরে নাহি পার
মন ভরে দিও কিছু তারে।
অপাংগে রাখ যেমন সপ্ত বিশ্ব
ধরে।
সখী দাবি ছাড়িয়া দিও জবাব
দাবিরে ।