যে জনতা নেতা চায় না
তাদের চাই আমি,
রোজ সকাল সকাল হোক
সাজুক ধরনী।
বাজুক বীন নেশার দিন
উঠুক জেগে চাষাবাসে ,
যে যেমন পারে আজ
সাজুক সে অন্য তরে।
বাড়ুক আশা বাড়ুক শ্বাস
বিশ্বাস আসনে বসি।
মোমে মোমে বাড়ুক আলো
হারাতে কাল নিশি।
যে নেতা আমায় চায় না
তাদের চাই আমি,
সম্মুখে দাড়াব তার
ভুলাতে পাগলামি ।