একি ঘুমাবে না বুঝি আর ?
অসুরের মত বিছানা সহ্য হয় না
চিংড়ি মাছের শুকনো বাসার মত বুঝি লাগে গায়ে?
হঠাত হঠাত পাওয়ার বেদনা
চাওয়ার অনুতাপের উনুনে জ্বলে ?
জ্বলতে দাও না থাকে ,
নিভতে দাও কোন কিছু যা পুড়েছে কিছু আগে ।
যা রাঙ্গিয়ে গেছে সুখ তোমার
কিছু একটা ভুলে ,
সে ভুল আরেকটু চলতে দাও না ,
দাও না তুলে নিতে তোমার কপালের টিপ ,
ঠোটের আঁকা নদীর পাড় ভেংগে এনে দিতে
কিছু একটার বন্যা ।
এনে দিতে কিছু সম্মান অসম্মানের
গলাগলি ,
চুপি চুপি ভাষায় যা হয়েছে কথা
সারাজীবনের গোপন রত্ন ধনের ,
সে কি মিথ্যা প্রিয়ে ?
সে কি অপরাধ?
তাহলে কেন দিনের দুয়ার ভোর দেখার ছলে
চলে যাও রেখে একাকী ফেলে
যন্ত্রনার আপন কারাগারে ?
কেন রেখে যাও কিছু পাতা বাকী
কোন কিছুই না লিখে ?
রাতের আধারের সুখ কি
দিনের ভয়ে যায় হারিয়ে ।
স্বপনের এমনি কথা হয়
সদা
এই খানের
মনের সাথে ।