চারদিকে যখন কান পাতি
কোন এক নিদারুন ব্যথায় ,
একাকী;
লোকাল​য়ে এক বৈদ্যুতিক বাতি হ​য়ে
তখনি জানতে  ইচ্ছে করে
এক বধুর মত প্রশ্ন কূপে স্নান করে ।
আর কত ?
আর কত হ্যা বিধাতা
এই কুয়াশা ম​য় ধুলো বালির পথ ?
আর কত উত্তাল সমুদ্র সম্মুখে ?
কত আর ভাঙ্গা কাচের পাহাড়
দিতে হবে পাড়ি খালি পায়ে ?
কত আর চোখের পানি
লুকিয়ে রাখতে হবে
অন্যের ধারাপাত রোধিবারে ?
বল হ্যা ভাগ্য বিধাতা
সুখ কি তোমার দেখার ন​য় ,
হাসি কি তব পছন্দ নয়
তব  চোখের সম্মুখে ?
তাহলে রবি কিনারে থেকেও কেন
জ্বলতে হ​য় আমায়
দিনে রাতে?
যতই পুড়ি ততই আলো চারদিকে ?
এ কিসের আলো ?
কিসের ভন্ডামি করে যাচ্ছি আমি ?
সে কি সত্যি আলো
সকল তিমির দূরীকরনে ?
আজ যখন দেখি সভ্যতা
কিবা তোর মন্দির মস্জিদের বাড়াবাড়ি ,
কোটি মানুষের হাহাজারি
তখ্ন মনে হ​য়
এ  আলো মিথ্যা ,
অযথাই জ্বলন আমার চিরকাল্।