চারদিকে যখন সব নৌকা
এক সাথে ডুবে গেল্
তখনো বাকী ছিল আমার
চিতকার হাহাজারি রোদনের মাঝে
বীরদর্পে বেচে যে ছিল তরী ।
আত্ম শক্তির এমন সূর্য পরিচ​য়
কবে কেমনে এমন দেখেছে?
ম্যারাথন বিশ্বে এমন হাহাজারি
কে কবে শুনেছে ??(?)
তাই
সব কিছু অবহেলে
সব শিশু ভুলে গিয়ে
সম্মুখেই চলেছি ।
এমন সম​য় পাতালে উঠিল রব সমস্বরে
ওই ওই ধর ধর বিধাতারে ,
এ পথে ডাকি আনি তোরে
কুকুর লেজে পালাচ্ছে.যে কাপুরুষে ।
ডুবে যদি মরবেই তুই
ডুবিয়ে মার আগে
এই তৈলাক্ত আল্লারে।