বেহেস্ত দরজার্ সম্মুখে
কিছু প্রদীপ
শুকণো সলিতায় দাড়িয়েছিল অনেক্ষন ।
এবাদত মোনাজাতের হাতে
মোল্লার কাদো কাদো ভঙ্গিমায়
আরজি ছিল এই ধরার বড় আল্লার কাছে ।
বাচাতে চেয়েছিলে বালুর দুনিয়ায়
পাটিয়েছিল বিশাল বড় পবিত্র বই
উপদেশ আদেশের ফেরিওয়ালা.পয়গম্বর
পাঠিয়েচঃইলে একের পর এক ।
নানান বাণিতে মুগ্ধ করেছিলে
হ্যা দুনিয়ার ঈশ্বর্।
আয়াত সূরা শুণে কতই না কেদেছি
  ভেবে ভেবে তোমার দ​য়ার প্রাণ ।
   আমাদের বাচাতে শূন্যে ভেসে ভেসে
যখন করেছে বোমা গ্রেনেড খেলা
তব পাঠানু ফেরেস্তারা ;
তখন নিত্য রোজা রেখে কেদেছি তোমার জন্যে
কোরবানির ঈদ দেখেছি সদাই চোখের সম্মুখে ।
আল্লা যাদের এত সহায়্
এত জনতায় মমতা
তাই
ভেবেছি চল এবার্
আল্লার বরফের বেহেস্তে.
এত সদয় যার প্রান
সে কভু ফিরাবে না রিফিউজি বেহূলারে ।
কিণ্তু একি সদর ফটক যে বন্ধ ভেতর থেকে
বাহিরে আছে লেখা
কুকুর হতে সাবধান থেক
সকল কুকুরে ।
তেল শূন্য সলিতার প্রদীপ্
অচ্যুত , ইলিগাল;
এই তেলের নগরে ।
তবে এখনো যতটুকু লেগে আছে গায়ে
দান করে যাও
তোমাদের তরে পাঠানু
নানান ফেরেস্তারে ॥