হঠাত মনে হল
দুনিয়ায় যেদিন কালি কলম আসে নি
আসেন কাগজের পাতা
সেদিন পবিত্র বই খানি কোথায় ছিল্?
ভাগ্যিস সেদিন ফেইস বুকের জন্ম হ​য় নি
ইয়াহু ম্যাসেঞ্জার ওয়াটস আপ কিছুই আসে নি
নতুবা চন্দ্র সূর্য আর কাগজ কিবা মানুষের বানানু কালি
নিয়ে নিত উপরের সুদখোর তেল লোভি মহাজনে ।
ইমেইল করতে জানত না বলে
পক্ষ পাতিত্ব এক ভাষায় ,
ফেইস টাইম  নাই বলে
বেহেস্তের ওয়েব সাইট কাগজের লিখা মান্ধাতা ।
চাপা বাজ আর ভ​য় দেখানূর কারখানা ;

  তাই ভাবি তাকে একটা ইমেইল করব্
বেহেস্তের এত সূখ সম্পত্বির মাঝে
ডিজিটাল কিছু থাকূক আর না থাকুক্
কালি আর কলম কে তো সে মুক্তি দিতে পারে !!
এগূলো যে আদিম যুগে বোরকা খূজা গূগূল এর র্ফেইলের মত চির সত্য.
যা
শূধু মানুষের.
কালি কাগজ আপণার ন​য় খোদা
মুক্তি দিন ওদের মুক্ত মনে।