প্রিয় ছিলে
তাই
অপ্রিয়ের ভান্ডারে তোমার পদার্পন
আপন গুনে ।
নত শিরে দেখেছি
কতটা পশু হতে পার তুমি ।
হিংসা ক্রোধ জল্লাদে কত কীট হতে পার তুমি।
গল্প কাহিনীর মত তোমার ভয়ংকর ইতিহাস শুনতাম্
পাক ভুমির নাপাক বেদনার মত ।
আর দেখতাম হিন্দুর দুয়ারে দুয়ারে
তোমার গোমাংস বিতরন ।
তুর্কি নাচনে জনসম্মুখে সনাতনীর সিদুর হরন ।
অসুর দেহে কাপুরুষ মনে
অন্যায় অত্যাচারে
লম্বা গলার লম্বা উচ্চারন ।
মনে জাগত
অর্ধ চাঁদ ভুমির চার দেয়ালে
আবদ্ধ তুলসি গাছ
দিন দিন কোথায় হারিয়ে যাচ্ছে ।
অসভ্য হিংস্রতায় আরবের বালিতে
হয়তো তার চাষ হ​য় না ।
তাই বলে
পশুত্ব স্বভাবে কর্তন করবে সদা?
যমুনার তীরে যতনে যখ্ন খেজুর উদ্যান বাড়ছে
জ্যামেতিক হারে ;
সেখানে সামান্য প্রেম তো পেতেই পারে সবে ।


কিন্তু সর্পের ডিম থেকে কবুতর শাবক
বের হ​য় কোনদিন ?
দুধ কলার দাম বিষে দিচ্ছে তাই অহরহ ।
পশ্চিম আকাশের রংধনু মুছে দিবে
আরবের পোষাকে ।
তাই প্রিয়
ভালবাসার সম্মুখে
আই এস হ​য়ে দাড়ালে
আপনার আসল পরিচ​য়ে ।