নিরীহ নিরামিষ ভোজি প্রানের বিনিময়ে
পারমানবিক বোমাধারী আমিষভোজি প্রাণের
মঙ্গল হলে ,
আমি সুপ্রিম কোর্টে গেলাম ।
দাড়ালাম মানুষের হাতে
সদ্য মাতা পিতা হারানূ
সকল পশু পুত্র পুত্রির পাশে ।
আরবের বালুচর
ফকির হতে পারে লতায় পাতায়্
তার ফলe কি যাবে এই নিরীহ প্রাণ
মানুষের হিংস্র হাতে?
আপনার চেয়ে
এতই প্রিয় পশু
শুধু
আনন্দ ফুর্তির দিনে?