খুব ভাবি
সেদিনে কেন ছিলাম না এমন ?
আজ যেমন আছি
জিমের দেহ সংযত ব্যায়ামে ,
প্রতিদিন যেমন করে দেখি
ওজন টা বেড়ে গেল কি গায়ে?
আপনার আক্ৃতি ল​য়ে
যেমন ব্যতিব্যস্ত এক ঘ্ড়ির মত.
তেমন ছিলাম না কেন সেই কলেজে?
স্কুলের বারান্দায় বসি যখন দেখতাম্
পাশের পুকুরের বাধাই ঘাট
তখনো ভাবি নি কলেজের শিমুল গাছটার কথা ,
ঢাবির অপরাজেয় বাঙ্লা কিবা বট তলায় যে
এত যমুনার তীর ! এত ময়ুরের পেখম উড্ড​য়ন
তা কি দেখেছিলাম কলেজের শহীদ মিনারে
বসে বসে জীবন্ত শহীদ হ​য়ে ?
না সেদিন কিছুই হ​য় নি
কিছুই হ​য়নি আমার
মনের রংধনুর ব্যয়াম