আমি কি ছাড়পোকার আস্তনায়
ইচ্ছা করে এসেছি
না ছাড়পোকাই এসেছে আমার বিছানায়্?
জীবনের এই বানিজ্য শালায়
যে আল​য়ের খুজে বেড়াচ্ছি ,
তার জন্যে কী সিন্দবাদ হতে হবে?
নাকি তাজমহলের শাহজাহান ?
সংগ্রাম যেথায় পিলগ্রাম যায় হ​য়ে
ধারাপাত নিপাতে সুখ উত্তাপ
আজন্ম সহযাত্রী জোকের
সম্মুখে ।