এত নষ্টামির মাঝেও
একটি দিন কেবলি আমার্।
সূর্য কিরণের মত যে আশীর্বাদ স্বপ্ন
মাক​ড়সার পথ চলা সম এনেছে এখানে।
সেখান থেকে বিজয়ার সিদুর চরণে
বলিলাম অভ্রিগাদো।
এর থেকে আপন সুখ কী আছে আর
সর্ব ত্যাগী প্রবাসীর ?
বিদায় অভ্যস্থে হারানুর যে চুইংগাম আনন্দ
সেখানেই তো আমার সঞ্চয়ী শারদা উল্লাস ।
পশুবনে রণ করে
যা চলেছি খোঁজে
তাই আমার দশহরা
তাই আমার সুখ্।
শোকের রাজ্য মাতম সুরে
আনন্দ অন্বেষায় উন্মুখ ।