একটা দিন যায়
বছরের আহ্বানে দাড়িয়ে থাকে রাতি।
ওপাড়ে কিছু রাতের বাতি
আকাশের তারার মত যে চোখ মারে সাহসে
এমন নির্লজ্জতা নেই আমার কাছে।
তবে আছে তার মত দাড়ানুর ভঙ্গিমা
জলের কিনারায় বসে
কারো জন্যে কিছুর অপেক্ষা ।
সমুদ্র স্বাক্ষী যে নদী
তার ঘাটে এমন নাকি চলছে চিরন্তন ।
এমন অনেক স্টিমার এসেছে তার কাছে
সুদূরের স্বপ্ন তারা
কোথায় জানি হারিয়ে গেল নিকটত্বের রোগে।
দিনটা এমনি নেশায়্
দাড়ায়
রাতের সম্মুখে ।