সত্যের সাথে মিথ্যার
কোলাকলি করে চলছে পুরুনো শপথ ।
ভন্ড বিশ্বাসে ফেইস বুক অভিযানে
চলছে ডিজিটাল চাতুরী ।
ক্কী এক অমোগ মাখাল লোভে
বিভেদ খুনাখুনির প্রতিযোগিতা ।
আধার শুন্য অগোচরে
গরীব মাথায় পুতুল হতে হয় যার সাথে
সেথায়
মনুষ্যত্বের নাম নাস্তিকতা।
গনতন্ত্রের নাম নাস্তিকতা।
শুদ্ধ জীবন চর্চা চাপাতির সম্মুখে।
যে যতটা হিংস্র ;
ক্রোধের আগুনে পশু,
নিত্য পরচর্চায় সন্ত্রাসী
সেই আস্তিক এখানে।
বুলির মত কলি ফোটায়
অসহায় কাংগাল মনে
সুখের লোভে দুঃখ বিলায়
দুনিয়ার ঘরে ঘরে।
আপন শ্রমে আপন ঘামে
যার নাই স্তুতি
সেই আজ চরম আস্তিক
মানবতার
শত্রু সম্পত্তি।