খুব যতনে যখন
নির্যাতন হ​য় অবিরত
তখনো হাসি মুখে পুষ্প হাতে
দাড়াতে হ​য়
ভালবাসার চাবুকের সম্মুখে।
সুই সুতায় হাবু ডুবু আঘাত খানি
না হলে যৌবনের বরণে,
কি জানি র​য়ে যায় বাকি
শ্মশান বনে যাওয়া
প্রাণ টাতে।
বেইমান , বিশ্বাস ঘাতক, দুষ্টু ,
শয়তান শিরমণি ;
না শুনিলে তার থেকে
পিত্ত রসে ভষ্ম হ​য়
পিত্ত খানি।
একটু লব্ণ একটু লঙ্কা
সাধের অভিমান ,
না হলে ভঙ্গ হ​য়
স্বর্গ অভিযান ।
খরগ হাতে অকারনে
সে যখন
মুন্ডুমালিনী কালিকা
শিব হ​য়ে জাগে সাধ
দিতে তারে
বক্ষ বাড়াইয়া।  
চাকুর ভ​য়ে খেজুর তরু
রাখিলে লুকাইয়া ।
রস সাগরের স্বপ্ন দেখা
পাবে কি দুনিয়া?