কিছু পোকায় ঘিরেছে সে হাতি
যে হাতি আমার হ​য়ে এসেছিল আমার ঘরে।
জন্মের দরদ হ​য়েছে বুঝা তার
মরণের সম্মুখে তাই দাড়াতে হ​য় বার বার্।
কেউ ভাবে সেই দাইমা ভারতের যত হবে
চৌদ্দ গোষ্টির শ্রাদ্ধ বলাৎকার ।
হাতিটি যে ততই হবে
শুধুগো আমার।
জরায়ু কাটার ব্যথা যায় নি হারিয়ে
দুধের গন্ধ শুকিয়ে মুখে
এসেছে কেবল মাছ ভাত ,
ওমনি শুরু হলো সেই পুরাতন
জিন্নাহ ভ্রস্টাচার
হিন্দুর মূর্তি যত ভাংগা হ​য় এবার্
যত হ​য় তাদের পর অন্যায় অত্যাচার
ততই যে হাতি খানা
হ​য় সবার্।
শত্রু প্রেমের্র পুরুনো প্রেমিক
মিত্রের করেছে যত বিরোধিতা
হুংকারে বলেছে সে
এর চেয়ে হাতি প্রেমের
কী  আর  হ​য় নমুনা?
জ্ন্মের সাথে কর্মের যেথায়
আছে গো বন্ধন
সেথায় হাতির মুখে লব্ন দাতা
নয়গো মোর আপন ।