একটু বুদ্ধি
কমিয়ে দে হারামজাদা
কমিয়ে দে এত সব চিন্তার শক্তি
নয়তো একটা এটম বোম
তোমার জন্যে
একটা আত্মঘাতি আফগান
তোমার জন্যে।
শ​য়তান শক্তিতে ফলানু ফলের
শরবতে রেখে মুখ্
চশমা প​ড়ে টিভির পর্দায়
ছবি একে
করে যাব বুদ্ধির
বেশ্যামি ।

তোকে
ন্যাংড়া আতুর বোবা ভেবে
দুনিয়ায়.সব
যাব নেমে
ফতোয়ার কাজে।
হিংস্র পশু ডাকাত হয়ে
যত হবে বিশ্ব তালেবান ,
ততই তোর বাড়বে প্রভু
মনের মত
গুনগান্।