সম​য় বেহাল
এত প্রজাপতি খেলে তব মনে
তবু সামান্য ঘড়িটা থামে না
আমার জন্যে।
পবনের তালে তালে যখন পাতাদ্ব​য়ও করে আলিঙ্গণ
ঠিক তখনি অফিসের বড় বাবুর. বড়  ফোন্,
বিদেশের নামি দামি কোম্পানির কন্টাক ..
লেবুর জলে লেবু রেখে সামান্য সুনামি প্রেম
যখন গ্রাসিয়া সুনামি করে মোরে..
তখন বাড়ির বড় ছেলের প্রতি
বাড়ি থেকেই আসে দায়িত্ব কর্তব্যের
চিরন্তন  টাইটানিক ...।

রাস্তার বাকে বাকে গোলাপ গাছের
গোলাপি ঢং টা
সাপের মত ফনা তুলে ভিন বেশে।
সিংগারার ভেতর ইটের বালি সিমেন্টের
পুরাতন নগরী ।
চারদিকে শুধু হকার আর হকার ;
ফার্মগেটে দিবা রাতির মানুষগুলোও
ফার্মের ওই বিশেষ মুরগী ।  
ডিম পাড়া থেকে অবসর
অতপর
রেস্তোরায় বনে যাও ওই স্পেশাল আইটেম্।
ক্ষণিক জগতের ক্ষণিক ভোজনটাই যেন
নেমেছে স্বর্গ উদ্ধারে/

তাই এই
দোজক হতে রহিতে
সময় আমার
নরকের দুয়ারেই
ভিগ মাগে
সুনামি প্রেমে//