আমি তো তোমায় কিছুই বলি নি
ঈশারার বাঁশি শুনেও ছিলে নিশ্চুপ।
তবু একটু যে হেসেছিলে আড় ন​য়নে
রিক্সার ছায়া ছেড়ে উড়িয়েছিলে
তোমার আতরি সুগন্ধ
তাতেই জেগেছিল রাক্ষসী পদ্মায়্
এক ফসলি চর .,
যেথায় ছিল শুধু
আমারই
মনের খবর।