দুনিয়ায়
সন্ত্রাসের সাথে বাস করা যায়্,
সাপের সাথে এক বিছানায়
যায় শুয়া /
বাসর সাজানু যায়
বাঘের খাঁচায় ।
ডাকাতের ঘরে রাখা যায় বন্ধক
স্ব স্ব কোহিনুর ।
চোরের বাড়িতে রাজ পুত্রের বেশে
থাকা যায় নিরাপদ ।
বেশ্মার দুয়ারে সম্মানের সিংহাসনে
সজ্জিত রাখা যায় ইজ্জত ।
যে ষাড় দাড়িয়েছে জৈষ্ঠ্যের মাসে
তার উঠানেও করা যায়
লাল পাগড়ি সম্মেলন ।
কিন্ত
যে হয়েছে একটু বাড়তি আস্তিক্;
যার ঈশ্বর হয়েছে পঙ্গু অশিতিপর
তার সাথে বেচে থাকা
মানবের
কেয়ামতের বহর ।
চাপাতি যার ভাষা ,
স্বৈরশাসন যে আস্তিকের উপাসনা ,
তার সাথে থাকার চেয়ে
শ্রেয়
শুয়রের বসতখানা ॥
ওরে কে কোথায় আছিস
আওয়াজে আওয়াজে
ফাটা চারদিক ।
মানুষ কি তুই বাবা
নাকি আস্তিক ?