অর্থনৈতিক উন্নতিতে ভাসছে দেশ্
কিন্তু বিবেকের উন্নতিতে
সব রানাপ্লাজা।
ডিজিটাল জোয়ারে প্লাবিত গ্রাম নগর
কিন্তু ধর্মের গোড়ামি, সংকুচিত মনে
প্রায় পুরু দেশটাই
রাজন হত্যাকান্ড ।
শিশু জিহাদের মত মানবতা পড়েছে
ঊগ্র ধর্মীয় পাতাল মুখী পাইপের গহ্বরে ।
নীতি কিবা আদর্শ
লাগাতার অবরোধে
জীবন্ত দগ্ধ কিশোর মনির ।
সম্প্রীতি সহানুভুতি পারস্পারিকতা
সাপের মত মার খাওয়া
অন্তসত্বা তুলসীর
ফটাফট গর্ভাপাত ।
মনুষ্য বৈশ্বিক চেতনা
ইতালীয় তাবেলার বঙ্গ বর্নণ ।
প্রেম শ্রদ্ধা ভালবাসা
ডিজিটাল নিয়মে
ডিজিটাল বংশকুলে
সদাই হচ্ছে ধর্ষণ ।
এগিয়ে গেছে দেশ
আগায় নি শুধু আমাদের
সেই
মান্ধাতিক মন ॥