আলো টা এর চেয়ে বেশি আলোকিত হ​য় না
বাতির যে নির্দেশ আছে
সেটাই তার উপাসনার মুখ্য বিষয় ।
কিন্ত সে জানে
সে বুঝে সূর্যটার প্রখরতা কেমন!
কেমন তার সীমাহীন সার্বভৌম তেজস্বীতা ।
তবু সে সূর্য হতে পারে না
করতে পারে না অভ্যাস ওই তেজোস্ক্রিয়তার্
যতটুকু দরকার আছে জগতের্
ততটুকুই তার ধর্মীয় ব্যবহার।
ধর্মীয় ব্যবহার।